জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই অঞ্চলে বারবার ভূমিকম্প (earthquakes) ঘটে গিয়েছে। যে-সে ভূমিকম্প নয়, রীতিমতো মেগা কোয়েক (mega earthquakes)! কামচাটকা পেনিনসুলা (Kamchatka peninsula) রাশিয়ায় ১২৫০ কিমি দীর্ঘ ভূমিখণ্ড। এখানেই ২০২০, ২০০৬, ১৯৫৯, ১৯৫২ এবং ১৯২৩ সালে ভয়াবহ ভূকম্প হয়েছে। এবং প্রতি ক্ষেত্রেই হয়েছে ভয়ংকর সুনামি (tsunamis)! কেন এই অঞ্চলে বারবার এমন বিপর্যয়? গোটা মার্কিন উপকূল এর ফলে সন্ত্রস্ত হয়ে আছে। আলাস্কা-হাওয়াই দ্বীপাঞ্চলেও ঘোর সুনামির আশঙ্কা। প্রশান্ত মহাসাগরের এই ভয়াবহ ভূকম্প পৃথিবী জুড়ে অনেক ওলটাপালট ঘটাবে বলে আশঙ্কা।
রিং অফ ফায়ার
আসলে এই কামচাটকা পেনিনসুলা প্রশান্ত মহাসাগরের ওই বিখ্যাত রিং অফ ফায়ার-অঞ্চলেরই একটা অংশ। প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে বারবার লাভা উদগীরণ ঘটে এবং এসবের জেরে তীব্র ভূমিকম্প এখানে চলতেই থাকে।
৮.৮ মাত্রার ভয়ংকর ভূমিকম্প
৩০ জুলাই, বুধবার ভোরে ৮.৮ মাত্রার এক ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূল। ১৯৫২ সালের পরে এটাই সবচেয়ে বড় ভূমিকম্প রাশিয়ায়। ২০১১ সালের পর এত শক্তিশালী ভূমিকম্প সারা বিশ্বে আর হয়নি। বুধবার ভোর ৪টে ৫১ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে আঘাত হানে ভূমিকম্প। আভাচা বে নামে এক শহরে ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ৭.৫ মাত্রার আফটারশকও হয় বলে খবর।
ধ্বংস
ভয়াবহ ভূমিকম্পের জেরে ঘটা সুনামির ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছে রাশিয়ার পূর্বের বন্দর শহর সেভেরো-কুরিলস্ক। ২০০০-এরও বেশি মানুষ বিপন্ন। জলের তলায় ডুবেছে বাড়িঘর। প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি। সুনামির ঢেউ জাপানের উত্তর ও পূর্ব উপকূলেও আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া দফতর। সুনামির সাইরেন বাজছে হনলুলুতে। ভূমিকম্প ও সুনামির জেরে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা ছড়িয়েছে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে। ইতিমধ্যেই ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিকম্পের পরেই সুনামি
ভূমিকম্পের পরই সঙ্গে সঙ্গে আছড়ে পড়েছে সুনামি। সুনামির ঢেউ প্রায় ৩ থেকে ৪ মিটার উঁচু (১০-১৩ ফুট)। প্রাথমিক ভাবে সুনামির ঢেউ আছড়ে পড়েছে রাশিয়ার পূর্ব উপকূলে-- কামচাটকা, সেরগেই, লেবেডেভ এলাকায়। জাপানের উত্তরে হোক্কাইডোর দক্ষিণ উপকূলেও আছড়ে পড়ে সুনামি। ৪০ সেন্টিমিটার, মানে ১.৩ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ে সেখানে। উত্তর ক্যালিফোর্নিয়ায় এসে পৌঁছেছে ভয়ংকর সুনামি। সবকিছু ঠিক থাকলে ভারতীয় সময়ে দুপুর সাড়ে বারোটা নাগাদ সুনামি আসবে ক্যালিফোর্নিয়ায়। সানফ্রানসিসকোতে আর একটু পরে। এরও মিনিটদশেক পরে দক্ষিণ ক্য়ালিফোর্নিয়ায়। ভূমিকম্পের পরের প্রথম সুনামিটা এসেই গিয়েছে। সেটি আছড়ে পড়েছে আলাস্কার পশ্চিমে অ্যালিউশিয়ান আইল্যান্ডে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কোস্ট এরিয়াই নয়, ভয়ে কাঁপছে জাপানও।
সরছে অখোটস্ক প্লেট
কামচাটকা পেনিনসুলার দক্ষিণ অংশটা প্রশান্ত মহাসাগরের নীচের প্যাসিফিক প্লেটের নীচে ঢুকে পড়ে। দু'পাশে ও নীচের দিকে ঢুকে পড়ে এটা। এই টেকটোনিক অ্যাক্টিভিটিজের জন্যই সমস্ত এলাকাটি কম্পনপ্রবণ। এখানে অখোটস্ক প্লেট রয়েছে। এই প্লেটটি প্রতি বছর ৮৬ মিলিমিটার করে সরছে। ফলে এসবের জেরে এখানে ভূকম্প ও সুনামি ঘটা খুব স্বাভাবিক। তা ছাড়া এই ওশেন ফ্লোরে রয়েছে কুরিল-কামচাটকা ট্রেঞ্চ-- ট্রেঞ্চটি ১০ কিমি গভীর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)