Home> দুনিয়া
Advertisement

India Pakistan War: BBC যা বলেছিল, তাই কি সত্যি হবে? ২০২৫ সালেই পরমাণু যুদ্ধে ভারত-পাক!

Operation Sindoor: কাশ্মীর বিরোধ ঘিরে দুই দেশের মধ্যে যে কোনও সময় পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে। এমন যুদ্ধ শুরু হলে তাৎক্ষণিকভাবে প্রাণ যাবে প্রায় সাড়ে ১২ কোটি মানুষের। 

India Pakistan War: BBC যা বলেছিল, তাই কি সত্যি হবে? ২০২৫ সালেই পরমাণু যুদ্ধে ভারত-পাক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভয়ংকর বিস্ফোরণে একে একে কেঁপে উঠল লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা। বড় খবর হল লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ভারত।

আরও পড়ুন, India's Rafale vs Pak's F-16 Explained: রাফাল বনাম এফ-সিক্সটিন; এগিয়ে কোন দেশের যুদ্ধবিমান? বিভ্রান্ত না-হয়ে জানুন বিশদে...

তবে এ যুদ্ধ যে বাঁধবে তা আগেই নাকি আন্দাজ করেছিল আমেরিকা। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় যা আশঙ্কা করা হয়েছিল, ২০২৫ সালের বাস্তবতা যেন সেটিকেই প্রমাণ করে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন, কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ সবই যেন ক্রমাগত ঠেলে নিয়ে যাচ্ছে সেই ভয়াবহ ভবিষ্যতের দিকে।

গবেষণাটিতে যুদ্ধ শুরু হওয়ার কয়েকটি 'দৃশ্য-কল্প'ও তুলে ধরা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল ভারতীয় পার্লামেন্টে হামলা বা কাশ্মীর ঘিরে সামরিক উত্তেজনা। আজ, ২০২৫ সালে এসে আমরা দেখছি সেই কল্পনাই পরিণত হচ্ছে বাস্তবতায়। কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের সংঘর্ষ, বিমান সীমারেখা লঙ্ঘন, পারস্পরিক হুমকি-ধামকি এবং যুদ্ধসজ্জা সবকিছু যেন ফের ঘনীভূত করছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। 

আরও পড়়ুন, Balochistan Blast: বালোচিস্তানে ভয়ংকর হামলা BLA-র, বিস্ফোরণে উড়ে গেল ১৪ পাক সেনা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More
;