ব্যুরো: গৃহযুদ্ধে বিধ্বস্থ ইয়েমেনের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। ইতিমধ্যেই আন্তর্জাতিক বন্দর শহর আডেনে ঢুকে পড়েছে বিদ্রোহী হুথি বাহিনী। সরকারপন্থী সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে তাদের।
হুথিদের হঠাতে আডেনে লাগাতার বোমাবর্ষণ করছে সৌদি জোট। একই কারণে রাজধানী সানাতেও একনাগাড়ে বোমা ফেলছে সৌদিজোটের বিমান।
গৃহযুদ্ধের পরিস্থিতিতে ইয়েমেনে মাথাচাড়া দিয়েছে আলকায়দাও। আইসিসের উপস্থিতিরও প্রমাণ মিলেছে। যা নতুন করে চিন্তা বাড়িয়েছে পশ্চিমী বিশ্বের। বিরামহীন সংঘর্ষে দুর্বিষহ ইয়েমেনের জনজীবন। প্রায় সাতদিন ধরে দেশের বড় শহরগুলিতে বন্ধ নাগরিক পরিষেবা। ইয়েমেনবাসীর কাছে ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দিতে একদিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রশ। যদিও কোনও পক্ষের তরফেই যুদ্ধবিরতির ইঙ্গিত দেওয়া হয়নি।