Home> দুনিয়া
Advertisement

"অসাধারণ লাগছে তোমায়", বিয়ের আসরে মেগানে মুগ্ধ হ্যারির চোখে জল

উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে বসে বিয়ের আসর।

নিজস্ব প্রতিবেদন : চোখমুখে ধরা পড়ছিল উদ্বেগ। দাদা উইলিয়ামের পাশে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর প্রিয়তমার জন্য। সাদা গাউনে রাজকীয় সাজে হবু স্ত্রী মেগান মার্কল যখন চ্যাপেলের ভিতর প্রবেশ করলেন, তখন আর নিজেকে ধরতে রাখতে পারলেন না ডিউক অফ সাসেক্স হ্যারি।

বিয়ের আসরে হবু স্ত্রীকে প্রথম দেখা মাত্রই আবেগতাড়িত হয়ে পড়েন হ্যারি। জল চলে আসে তাঁর চোখে। হবু স্ত্রী মেগানের হাত ধরে হ্যারি বলেন, "অসাধারণ লাগছে তোমায়।" নিজের প্রিয় মানুষটির মুখে বিশেষ দিনে এমন প্রশংসা শুনে খুশি ছলকে ওঠে মেগানে চোখেমুখে। আবেগতাড়িত হয়ে পড়েন মেগানও। বিয়ের অনুষ্ঠানের সারা সময়ই মেগানের হাত শক্ত করে ধরে থাকতে দেখা যায় হ্যারিকে।

fallbacks

উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে বসে বিয়ের আসর। রাজপরিবারের রূপকথার বিয়ের সাক্ষী থাকতে প্রায় লাখের উপর মানুষ এদিন ভিড় জমান উইন্ডসরে। বিয়ের আসরে রাজরানি দ্বিতীয় এলিজাবেথ সহ উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের বাকি সদস্যরা। উপস্থিত ছিলেন হলিউডের তারকারাও। ২০০০-এর উপর আমন্ত্রিত সদস্য যোগ দেন রাজ পরিবারের বিবাহ অনুষ্ঠানে।

আরও পড়ুন, অভিনয় অতীত, ব্রিটিশ রাজপরিবারের ছোট বউ হলেন মেগান

রোলস রয়্যালস থেকে নেমে গুনে গুনে ১১০ পা একাই হেঁটে চ্যাপেলের ভিতরে প্রবেশ করেন মেগান। এরপর যুবরাজ চার্লস হাত ধরে মেগানকে নিয়ে আসেন বিয়ের মণ্ডপে, ছেলে হ্যারির কাছে। এজন্য বাবাকে ধন্যবাদ জানাতে ভোলেননি হ্যারি। যুবরাজ চার্লসকে উদ্দেশ করে হ্যারিকে বলতে শোনা যায়, "থ্যাঙ্ক ইউ, পা।"

Read More