Home> রাজ্য
Advertisement

১কোটি টাকা ইলেকট্রিক বিল কৃষকের বাড়িতে!

এক-দু হাজার টাকা নয়। বিদ্যুতের বিল এসেছে একেবারে ১কোটি টাকা। তাও আবার সামান্য এক কৃষকের বাড়িতে। আর এতেই প্রমাদ গুনছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের ডাঙাপাড়ার বাসিন্দা আফতাব আলম। ভুতুড়ে বিল নিয়ে এখন কী করবেন, ভেবে পাচ্ছেন না ওই কৃষক।

১কোটি টাকা ইলেকট্রিক বিল কৃষকের বাড়িতে!

ওয়েব ডেস্ক: এক-দু হাজার টাকা নয়। বিদ্যুতের বিল এসেছে একেবারে ১কোটি টাকা। তাও আবার সামান্য এক কৃষকের বাড়িতে। আর এতেই প্রমাদ গুনছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের ডাঙাপাড়ার বাসিন্দা আফতাব আলম। ভুতুড়ে বিল নিয়ে এখন কী করবেন, ভেবে পাচ্ছেন না ওই কৃষক।

বাড়ি বলতে ইঁটের ওপর ইঁট গেঁথে তৈরি একটা কাঠামো। তার ওপর টিনের চাল। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা। অন্যের জমিতে চাষ করে কোনও মতে দিন গুজরান হয় আফতাব আলমের। বাড়িতে নেই কোনও আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম। তবু তাঁর বাড়িতেই বিদ্যুতের বিল এসেছে ১কোটি টাকার।  কীভাবে এই বিল মেটানো হবে,  ভেবেই পাচ্ছে না আফতাবের পরিবার।

ভুতুড়ে বিদ্যুতের বিল নিয়ে ইসলামপুরে রাজ্য বিদ্যুত্‍ পর্ষদের আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আফতাব। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ।

Read More