Home> রাজ্য
Advertisement

মফস্বলের ছাপোষা যুবকের অ্যাকাউন্টে ৪২ হাজার ৫০০ কোটির লেনদেন!

মফস্বলের ছাপোষা যুবক। তার নামে অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে এক বছরে ৪২ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন। আয়কর দফতরের নোটিস পেয়ে মাথায় হাত বীরভূমের আমোদপুরের হিরণ্ময় নাথের।

মফস্বলের ছাপোষা যুবকের অ্যাকাউন্টে ৪২ হাজার ৫০০ কোটির লেনদেন!

ওয়েব ডেস্ক : মফস্বলের ছাপোষা যুবক। তার নামে অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে এক বছরে ৪২ হাজার ৫০০ কোটি টাকার লেনদেন। আয়কর দফতরের নোটিস পেয়ে মাথায় হাত বীরভূমের আমোদপুরের হিরণ্ময় নাথের।

হিরণ্ময় জানতে পেরেছেন, ২০১২ সালের ২৩ মার্চ ICICI ব্যাঙ্কের ভবানীপুর শাখায় তাঁর নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়। তাঁর ভোটার কার্ড ও প্যান কার্ড জাল করেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তারপর এক বছরে ৪২ হাজার ৫০০ কোটি টাকার লেনদেনের পর ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

হিরণ্ময় কিছুই জানতেন না। তাঁর প্যানে বিপুল লেনদেনের হদিশ পেয়ে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। তাই সামনে এসেছে এই কেলেঙ্কারি। জেলা পুলিসের দ্বারস্থ হয়েছেন হিরণ্ময়। সেই সময় ICICI ব্যাঙ্কের ওই ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন পরীক্ষিত মান্না নামে এক ব্যক্তি। তাঁর ভূমিকাও প্রশ্নের মুখে।

আরও পড়ুন, ডানলপে দিনে দুপুরে ১০০ কোটির ডাকাতি!

Read More