Home> রাজ্য
Advertisement

দিঘা- মেচেদা জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা

দিঘা- মেচেদা জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। বাস-মারুতির মধ্যে সংঘর্ষে মৃত্যু হল দুজনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত সাত। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। দিঘা-মেচেদা জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে ধাক্কা মারে মারুতি।

দিঘা- মেচেদা জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা

ওয়েব ডেস্ক: দিঘা- মেচেদা জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। বাস-মারুতির মধ্যে সংঘর্ষে মৃত্যু হল দুজনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত সাত। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। দিঘা-মেচেদা জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে ধাক্কা মারে মারুতি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুতির চালক সহ একজনের। আহত সাতজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের নরঘাট থেকে ওড়িষার চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন মারুতির যাত্রীরা। দুর্ঘটনার জেরে সাময়িক যানচলাচল বন্ধ হয়ে যায় দিঘা-মেচেদা জাতীয় সড়কে। পরে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকা এখনও থমথমে।

Read More