Home> রাজ্য
Advertisement

অঘোষিত বনধের পরে চেনা ছন্দে ফিরছে দার্জিলিং

মোর্চার তরফে আজ বনধের ডাক নেই পাহাড়ে। গতকালের অঘোষিত বনধের পর, আজ অনেকটাই চেনা ছন্দে ফেরার চেষ্টায় দার্জিলিং।

অঘোষিত বনধের পরে চেনা ছন্দে ফিরছে দার্জিলিং

ওয়েব ডেস্ক: মোর্চার তরফে আজ বনধের ডাক নেই পাহাড়ে। গতকালের অঘোষিত বনধের পর, আজ অনেকটাই চেনা ছন্দে ফেরার চেষ্টায় দার্জিলিং।

পর্যটনস্থলগুলিতে খুলেছে দোকান-বাজার। কেভেন্টার্স, গ্লেনারিজের মতো ব্রেকফাস্ট জায়েন্টগুলিও আজ খুলেছে। ভিড় রয়েছে পর্যটকদের। যদিও এখনও পাহাড়ের বেশকিছু অংশে দোকানে ঝুলছে তালা। বনধ আছে নাকি নেই, এনিয়ে সংশয়ে পাহাড়বাসী। হাইকোর্টে আজই মোর্চা নেতারা জামিনের আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওখানে কী হয়, তার দিকে তাকিয়ে পাহাড়।

এদিকে, জামিনের আবেদন যদি খারিজ হয়ে যায় তাহলে কী পথে হাঁটবেন তাঁরা, এনিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে মোর্চা। প্রয়োজনে আত্মসমর্পণের কথাও ভাবছে একাংশ। যদিও এখনই ওই পথে ভাবতে নারাজ বিমল গুরুং, রোশন গিরি সহ মোর্চা শীর্ষ নেতৃত্ব।   

Read More