ওয়েব ডেস্ক: বাইকের ধাক্কায় শিশুমৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্টে। মঙ্গলবার রাতে পলাশি পাড়ায় দ্রুত গতিতে ছুটে আসা বাইকের ধাক্কায় জখম হয় ৩ বছরের দীপঙ্কর বিশ্বাস। ঘটনার পর বাইক চালক সম্রাট মণ্ডল নিজেই ওই শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে ৩ বছরের দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
এরপর স্থানীয় বাসিন্দারা বাইক আরোহীকে একটি বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। অভিযোগ, সম্রাট মণ্ডলকে নিয়ে যাওয়ার সময় মৃত শিশুর পরিবারের লোকজনের সঙ্গে পুলিসের মারপিট হয়। জখম হন রবীন্দ্রনাথ বিশ্বাস এবং মনোজ মণ্ডল নামে ২ সিভিক পুলিস কর্মী। দুজনেই হাসপাতালে ভর্তি। ঘটনায় অভিযুক্ত বাইক চালক সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।