Home> রাজ্য
Advertisement

প্রথম দফা ভোটের আগে আক্রমণাত্মক মুডে মুখ্যমন্ত্রী

প্রথম দফায় ভোটের আগে আক্রমণাত্মক মুডে মমতা বন্দ্যোপাধ্যায়। তালডাংড়ার সভায় বিরোধীদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর মন্তব্য, এবারের ভোটেও তৃণমূলই ক্ষমতায় ফিরবে। তারপর হবে সব হিসেব নিকেশ। কড়া সুরে আক্রমণ করেছেন জোটকেও।

প্রথম দফা ভোটের আগে আক্রমণাত্মক মুডে মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: প্রথম দফায় ভোটের আগে আক্রমণাত্মক মুডে মমতা বন্দ্যোপাধ্যায়। তালডাংড়ার সভায় বিরোধীদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর মন্তব্য, এবারের ভোটেও তৃণমূলই ক্ষমতায় ফিরবে। তারপর হবে সব হিসেব নিকেশ। কড়া সুরে আক্রমণ করেছেন জোটকেও।

ভোটের বাকি আর ৪দিন। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাম ঘাঁটি বলে পরিচিত তালড্যাংরায় তাই অল আউট আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুই করলেন বিরোধীদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে। রাজনৈতিক সন্ত্রাসের জেরে বার বার শিরোনামে উঠে এসেছে তালডাংড়া। খুন হয়েছেন অসংখ্য রাজনৈতিক কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, প্রতিটি ঘটনার হিসেব নিকেষ হবে।

প্রথম রাউন্ডে যদি নিশানায় হয় সিপিএম। তবে দ্বিতীয় রাউন্ডে ব্যাট ধরলেন বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। নারদ থেকে রাহুল সিনহা ঘুষকাণ্ড, প্রতিদিনই একটু একটু করে চাপ বাড়াচ্ছে জোট। এই পরিস্থিতিতে পাল্টা স্টেপ আউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে বাঁকুড়ার ৪০ ডিগ্রি উত্তাপ এক ধাক্কায় আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো।

Read More