Home> রাজ্য
Advertisement

একটু অন্যভাবে স্বাধীনতা দিবস পালন করলেন বসিরহাটের ইটভাটার শ্রমিকরা

৭০ তম স্বাধীনতা দিবস একটু অন্যভাবে পালন করলেন বসিরহাটের ইটভাটার শ্রমিকরা। সেতু সাফাই অভিযানে নামলেন তাঁরা। ইছামতি নদীর ওপর গুরুত্বপূর্ণ ব্রিজটি বহুদিন ধরে পরিস্কার করা হয় না। ব্রিজের ওপর জঞ্জাল আর মাটির প্রলেপ জমে গেছে। ব্রিজে ওঠার সিড়ির অবস্থাও তেমন বেহাল। সেতু জুড়ে রীতিমত অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। অভিযোগ উঠেছে যে, বার বার বলা সত্ত্বেও উদ্যোগ নেয়নি প্রশাসন । একসময় এই ব্রিজের দাবিতে আন্দোলন করেছিলেন বসিরহাট সংগ্রামপুর মেরুদাণ্ডির বাসিন্দারা। স্বাধীনতা দিবস উপলক্ষে ওই গ্রামের ইটভাটার শ্রমিকরা ব্রিজ সাফাইয়ের কাজে হাত লাগালেন।

একটু অন্যভাবে স্বাধীনতা দিবস পালন করলেন বসিরহাটের ইটভাটার শ্রমিকরা

ওয়েব ডেস্ক: ৭০ তম স্বাধীনতা দিবস একটু অন্যভাবে পালন করলেন বসিরহাটের ইটভাটার শ্রমিকরা। সেতু সাফাই অভিযানে নামলেন তাঁরা। ইছামতি নদীর ওপর গুরুত্বপূর্ণ ব্রিজটি বহুদিন ধরে পরিস্কার করা হয় না। ব্রিজের ওপর জঞ্জাল আর মাটির প্রলেপ জমে গেছে। ব্রিজে ওঠার সিড়ির অবস্থাও তেমন বেহাল। সেতু জুড়ে রীতিমত অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। অভিযোগ উঠেছে যে, বার বার বলা সত্ত্বেও উদ্যোগ নেয়নি প্রশাসন । একসময় এই ব্রিজের দাবিতে আন্দোলন করেছিলেন বসিরহাট সংগ্রামপুর মেরুদাণ্ডির বাসিন্দারা। স্বাধীনতা দিবস উপলক্ষে ওই গ্রামের ইটভাটার শ্রমিকরা ব্রিজ সাফাইয়ের কাজে হাত লাগালেন।

Read More