ব্যুরো: বর্ধমান বিস্ফোরণের মূল বিস্ফোরক সরবরাহকারী আমজাদ শেখ ওপফে কাজলকে গ্রেফতার করল NIA।
আমজাদ শেখ বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা। NIA তার মাথার দাম পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছিল।
আমজাদ শেক্সপীয়র সরণির একটি বেসরকারি সংস্থার কর্মী। ওই কোম্পানির রসিদ ব্যবহার করে খিদিরপুর এলাকা থেকে বহু রাসায়ানিক সংগ্রহ করত সে। সেই রাসায়ানিক পৌছে দেওয়া হত খাগড়াগড়ের গ্রেনেড কারখানায়। বর্ধমান বিস্ফোরণের পরেই গা ঢাকা দেয় আমজাদ শেখ। দিল্লি হয়ে উত্তরপ্রদেশে পৌছে যায় সে। উত্তরপ্রদেশের বস্তিতে গা ঢাকা দিয়েছিল আমজাদ। সেখানে এক পুলিসকর্মীর আশ্রয়ে ছিল সে। কয়েকদিন আগে সে ফিরে আসে বীরভূমে।