ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের কান্দিতে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে ঘনীভূত হল রহস্য। গতকাল রাতে নিজের পিস্তলের গুলিতেই প্রাণ হারান কান্দি গোপীনাথপুরের বাসিন্দা প্রসেনজিত্ ঘোষ।
গত কাল রাতে ব্যবসার কাজ সেরে বাড়ি ফেরার পর হঠাত্ই গুলির শব্দ শোনা যায়। উদ্ধার হয় ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ। তবে এ ঘটনা আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখছে পুলিস। এদিকে, বছর খানেক ধরে ওই ব্যবসায়ীর কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিস সূত্রে খবর।
আরও পড়ুন, পুলিস খুঁজে না পেলেও ২৪ ঘন্টার ক্যামেরায় রায়গঞ্জ পুরসভার অভিযুক্ত এগজিকিউটিভ অফিসার