Home> রাজ্য
Advertisement

শিশু বদলের অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে

এরকমটা অনেকক্ষেত্রেই হয়ে থাকে। মাঝেমাঝেই খবর পাওয়া যায় এরকম। এবার শিশু বদলের অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে। একুশে সেপ্টেম্বর প্রসবের পর হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যান মেমারির বাসিন্দা আকাশি বেগম। এরপর বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ায় গত তেইশে সেপ্টেম্বরতাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।

 শিশু বদলের অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে

ওয়েব ডেস্ক: এরকমটা অনেকক্ষেত্রেই হয়ে থাকে। মাঝেমাঝেই খবর পাওয়া যায় এরকম। এবার শিশু বদলের অভিযোগ বর্ধমান মেডিক্যাল কলেজে। একুশে সেপ্টেম্বর প্রসবের পর হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যান মেমারির বাসিন্দা আকাশি বেগম। এরপর বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ায় গত তেইশে সেপ্টেম্বরতাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন যে ১০টা ছবি দেখলে মাথা ঘুরে যাবে ভাবতে

এরপর ওই শিশুর পরিবারের অভিযোগ, গত তিন দিন মেয়েকে দেখতে দেওয়া হয়নি। পরে, শিশুটিকে নিতে অস্বীকার করে তারা। বাড়ির লোকের অভিযোগ, ওই শিশুটি তাঁদের নয়। তাঁদের একটি অন্য শিশু দেওয়া হচ্ছিল বলেই তাঁরা তাকে নিতে অস্বীকার করে। 

আরও পড়ুন  তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের ঠাকুরচক গ্রাম

Read More