ওয়েব ডেস্ক : ফের আক্রান্ত ছাত্র। অব্যাহত ভোট পরবর্তী হিংসাও। এবার মিলল সিপিএমকে ভোট দেওয়ার শাস্তি। আক্রান্ত হল কলেজ পড়ুয়া।
সিপিএমকে ভোট দেওয়ার শাস্তি
কলেজ পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তর চবিবশ পরগনার বিলকান্দার দক্ষিণ তালবান্দা এলাকার ঘটনা। জানা গেছে, ওই পড়ুয়ার মাথায় ও পায়ে গুরুতর চোট লেগেছে। মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। যদিও পড়ুয়ার পরিবারের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এর আগে ভোট চলাকালীনও শাসকদলের হাতে বাম সমর্থক ও তাঁদের পরিবারের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। হামলার হাত থেকে রেহাই পায়নি সেই সময় শিশুও।