ওয়েব ডেস্ক: ঢাক ঢোল পেটানোর দরকার নেই। জোট নিয়ে CPM-এর সঙ্গে আলোচনা চলছে। জোট জল্পনার মধ্যেই বিস্ফোরক অধীর চৌধুরী। মুর্শিদাবাদেও বামেদের আসন ছাড়া হবে, ২৪ ঘণ্টাকে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
সোনিয়া মুখ খুলছেন না কেন?
রাহুল গান্ধী নীরব কেন?
সত্যিই কি বামেদের সঙ্গে জোট করবে কংগ্রেস?
কোন ফর্মুলায় হবে আসন সমঝোতা?
প্রশ্নের শেষ নেই। বরং যতদিন যাচ্ছে, ততই যেন হতাশায় ঢুবতে শুরু করেছিলেন জোটপন্থী নেতারা। এই পরিস্থিতিতে, বিস্ফোরক মন্তব্য অধীর চৌধুরীর। জানিয়ে দিলেন, জোট তো হবেই আলোচনাও চলছে। শুধু গোপন আলোচনার কথা স্বীকার করাই নয়। বামেদের কাছ থেকে কটা আসন চায় কংগ্রেস তানিয়ে এই প্রথমবার মুখ খুললেন অধীর।
অথার্ত্ ৯০টি আসনের দাবি কংগ্রেসের। কিন্তু, কীভাবে হবে সমঝোতা? টেবিলে বসে আলোচনা? নাকি জেলা ভিত্তিক জোট? দুদিকের দরজাই খোলা রাখছে কংগ্রেস। স্বীকারোক্তি অধীর চৌধুরীর। অধীরের দাবি অনুযায়ী অধীরের হ্যাঁ বলাটা এখন নাকি শুধুই সময়ের অপেক্ষা।