Home> রাজ্য
Advertisement

শিলিগুড়ি পুরবোর্ড অটুট থাকবে, বললেন এই নেতা!

শিলিগুড়ি পুরসভা নিয়ে টানাপোড়েনে, সিপিএমের পাশেই থাকবে কংগ্রেস। কোনও সঙ্কট আসবে না বর্তমান পুরবোর্ডের ওপর।  আজ একথা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক তথা দলের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার। পুর নিগমে এখন কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা ৪।

শিলিগুড়ি পুরবোর্ড অটুট থাকবে, বললেন এই নেতা!

ওয়েব ডেস্ক : শিলিগুড়ি পুরসভা নিয়ে টানাপোড়েনে, সিপিএমের পাশেই থাকবে কংগ্রেস। কোনও সঙ্কট আসবে না বর্তমান পুরবোর্ডের ওপর।  আজ একথা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক তথা দলের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার। পুর নিগমে এখন কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা ৪।

আরও পড়ুন- জোটের আঁতুরঘরে এবার ভাঙনের ধাক্কা, আশঙ্কা ওড়ালেন অশোক ভট্টাচার্য

গতকালই শিলিগুড়িতে এক বাম কাউন্সিলর যোগ দিয়েছেন তৃণমূলে। এতে পুরবোর্ডে বাম কাউন্সিলরদের সংখ্যা ২৩ থেকে কমে দাঁড়াল ২২-এ। ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুর নিগমে তৃণমূল কাউন্সিলরের সংখ্যা ১৭ থেকে বেড়ে হয়েছে ১৮। যদিও ক্ষমতা দখল করতে হলে তৃণমূলকে আরও ছ-জন কাউন্সিলরের সমর্থন আদায় করতে হবে।

Read More