Home> রাজ্য
Advertisement

পঞ্চায়েতের দখল নিতেই কংগ্রেস কর্মীকে অপহরণের অভিযোগ

মুর্শিদাবাদের খড়গ্রামে পঞ্চায়েত সদস্যার অপহরণ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েতের দখল নিতেই কংগ্রেস কর্মীকে অপহরণ করেছে তৃণমূল। অভিযোগ, গতকাল রাতে খড়গ্রামের সদল আমজোহা গ্রাম থেকে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য টুম্পা মারজিতকে অপহরণ করা হয়। বন্দুক দেখিয়ে টুম্পা এবং তাঁর স্বামীকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। পরে টুম্পা মারজিতের স্বামীকে ছেড়ে দিলেও এখনও খোঁজ নেই ওই মহিলা কংগ্রেস কর্মীর। আগামী ৩০ অগাস্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নির্বাচন। কংগ্রেসের তফশিলি প্রার্থী টুম্পা মারজিত। কংগ্রেসের অভিযোগ, দলে টানতে না পেরেই নির্বাচনের আগে টুম্পা মারজিতকে অপহরণ করা হয়েছে।

পঞ্চায়েতের দখল নিতেই কংগ্রেস কর্মীকে অপহরণের অভিযোগ

ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের খড়গ্রামে পঞ্চায়েত সদস্যার অপহরণ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েতের দখল নিতেই কংগ্রেস কর্মীকে অপহরণ করেছে তৃণমূল। অভিযোগ, গতকাল রাতে খড়গ্রামের সদল আমজোহা গ্রাম থেকে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য টুম্পা মারজিতকে অপহরণ করা হয়। বন্দুক দেখিয়ে টুম্পা এবং তাঁর স্বামীকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। পরে টুম্পা মারজিতের স্বামীকে ছেড়ে দিলেও এখনও খোঁজ নেই ওই মহিলা কংগ্রেস কর্মীর। আগামী ৩০ অগাস্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নির্বাচন। কংগ্রেসের তফশিলি প্রার্থী টুম্পা মারজিত। কংগ্রেসের অভিযোগ, দলে টানতে না পেরেই নির্বাচনের আগে টুম্পা মারজিতকে অপহরণ করা হয়েছে।

Read More