Home> রাজ্য
Advertisement

নিত্যযাত্রীদের তৎপরতায় গোবরডাঙ্গায় উদ্ধার তিন বাংলাদেশী যুবতী

নিত্যযাত্রীদের তত্‍পরতায় গোবরডাঙ্গা স্টেশনে উদ্ধার তিন বাংলাদেশী যুবতী। গ্রেফতার হয়েছে চারজন নারী পাচারকারী। বুধবার রাতে গোবরডাঙ্গা স্টেশনে একজন মহিলা ও তিনজন পুরুষের সঙ্গে তিন যুবতীকে দেখে সন্দেহ হয় যাত্রীদের।

নিত্যযাত্রীদের তৎপরতায় গোবরডাঙ্গায় উদ্ধার তিন বাংলাদেশী যুবতী

গোবরডাঙ্গা: নিত্যযাত্রীদের তত্‍পরতায় গোবরডাঙ্গা স্টেশনে উদ্ধার তিন বাংলাদেশী যুবতী। গ্রেফতার হয়েছে চারজন নারী পাচারকারী। বুধবার রাতে গোবরডাঙ্গা স্টেশনে একজন মহিলা ও তিনজন পুরুষের সঙ্গে তিন যুবতীকে দেখে সন্দেহ হয় যাত্রীদের।

চারজনকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য অসঙ্গতি লক্ষ্য করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় GRP। তখন তারা মেয়েগুলিকে পাচারের কথা স্বীকার করে। জানায়, বাংলাদেশ থেকে তিনজনকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর রীতা সরকার, নিখিল বিশ্বাস, স্বপন দাস ও রতন গুহ নামে চারজনকে গ্রেফতার করে। জিআরপি আজ তাদের দমদম আদালতে পেশ করা হবে।

Read More