Home> রাজ্য
Advertisement

রবিনসন স্ট্রিটের ছায়া বর্ধমানে!

এবার রবিনসন স্ট্রিটের ছায়া বর্ধমানের মাধবডিহিতে। পাঁচদিন ধরে বাবার মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। মাধবডিহির মুক্তারপাড় গ্রামে বাবার সঙ্গেই থাকতেন স্বামী পরিত্যক্তা মেয়ে।

রবিনসন স্ট্রিটের ছায়া বর্ধমানে!

ওয়েব ডেস্ক: এবার রবিনসন স্ট্রিটের ছায়া বর্ধমানের মাধবডিহিতে। পাঁচদিন ধরে বাবার মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। মাধবডিহির মুক্তারপাড় গ্রামে বাবার সঙ্গেই থাকতেন স্বামী পরিত্যক্তা মেয়ে।

অভিযোগ, পাঁচ দিন আগে সত্তর বছর বয়সী  বাবা পুঞ্চা সরেনের মৃত্যুর পরও দরজা, জানলা বন্ধ করে মেয়ে দেহ ঘরেই রেখে দেন । শনিবার সকালে এলাকায় দুর্গন্ধ ছড়ালেও মেয়ে জানায় বাবা ভালই আছে। এরপর দুর্গন্ধের মাত্রা আরও বাড়লে কার্যত জোর করেই ঘরে ঢোকেন স্থানীয় বাসিন্দারা। এরপরই উদ্ধার হয় পুঞ্চা সরেনের পচাগলা দেহ। পুলিস এলে  বাবাকে বাড়িতেই কবর দেওয়ার দাবি জানায় মেয়ে। 

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

Read More