পুরুলিয়ার দেবেন মাহাত হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রিয়ব্রত কারককে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। গত ২৬ জুলাই এক অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগ ওঠে ওই চিকিত্সকের বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলার আত্মীয়রা। অভিযুক্ত চিকিত্সকের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের হয় স্বাস্থ্য দফতরে। এরপরই প্রিয়ব্রত কারকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর। অভিযুক্ত চিকিত্সকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।
গত ২৬ জুলাই দেবেন মাহাত হাসপাতালে দেখাতে আসেন ওই মহিলা। অভিযোগ, ওই সময় মহিলার পেটে সজোরে লাথি মারেন চিকিত্সক প্রিয়ব্রত সরকার।