Home> রাজ্য
Advertisement

লোকসংস্কৃতি, পর্যটক, মেলায় জমজমাট ডুয়ার্স উত্‍সব

লোকসংস্কৃতি, পর্যটক, মেলায় জমজমাট ডুয়ার্স উত্‍সব

আলিপুরদুয়ারের সলসলাবাড়িতে চলছে ডুয়ার্স উত্সব। ডুয়ার্সের জনবৈচিত্র, জৈববৈচিত্র ও লোকসংস্কৃতির কিছু টুকরো ছবি উঠে এসেছে এই মেলায়। ডুয়ার্স উত্সব শুরু হয়েছে ৪ জানুয়ারি থেকে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।

ঠাণ্ডায় জবুথবু উত্তরবঙ্গ। তবে মেলায় ঘোরার নেশাকে উপেক্ষা করা বড় কঠিন। তাই হাড় হিম করা ঠাণ্ডাতেও আলিপুরদুয়ারের ডুয়ার্স উত্‍সবে ভিড় জমাচ্ছেন মানুষ। স্থানীয়রা তো বটেই, পর্যটকরাও শীতের সন্ধ্যায় উষ্ণতা খুঁজে নিচ্ছেন সদ্য ভাজা গরম জিলিপিতে। বিভিন্ন স্টলগুলিতে রমরমিয়ে চলছে বিকিকিনি।

ডুয়ার্স উত্‍সবের মূল লক্ষ এলাকার জনবৈচিত্র, জৈববৈচিত্র ও লোকসংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা। এলাকার বিধায়কের আশা সেই লক্ষ সফল করতে পারবে ডুয়ার্স উত্‍সব।

 

Read More