Home> রাজ্য
Advertisement

আজ খুলছে সাহাগঞ্জের ডানলপ কারখানা

আজ খুলছে সাহাগঞ্জের ডানলপ কারখানা। বেলা সাড়ে তিনটেয় শ্রমমন্ত্রীর উপস্থিতিতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস প্রত্যাহার করবে কারখানা কর্তৃপক্ষ। কারখানা খোলায় কাজ ফিরে পাবেন সাড়ে পাঁচশো শ্রমিক। শ্রমিকদের বকেয়ার প্রথম কিস্তি পাঁচ হাজার টাকা এবং শ্রমিক ভাতার সাত হাজার টাকা আজই হাতে পেয়ে যাবেন শ্রমিকেরা।

আজ খুলছে সাহাগঞ্জের ডানলপ কারখানা

ব্যুরো: আজ খুলছে সাহাগঞ্জের ডানলপ কারখানা। বেলা সাড়ে তিনটেয় শ্রমমন্ত্রীর উপস্থিতিতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস প্রত্যাহার করবে কারখানা কর্তৃপক্ষ। কারখানা খোলায় কাজ ফিরে পাবেন সাড়ে পাঁচশো শ্রমিক। শ্রমিকদের বকেয়ার প্রথম কিস্তি পাঁচ হাজার টাকা এবং শ্রমিক ভাতার সাত হাজার টাকা আজই হাতে পেয়ে যাবেন শ্রমিকেরা।

তাঁদের হাতে চেক তুলে দেবেন শ্রমমন্ত্রী। সেকারণে খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। আপাতত কাজে যোগ দেবেন মেইনটেন্যান্স বিভাগের কর্মীরা। পরে ধাপে ধাপে নেওয়া হবে বাকি শ্রমিকদের। এজন্য শ্রমিক, মালিক এবং মালিকপক্ষের তরফে দুজন করে নিয়ে গড়া হবে মনিটরিং কমিটি। 

Read More