Home> রাজ্য
Advertisement

মালিকের সঙ্গে টাকাপয়সা নিয়ে বচসা, ঈদে বাড়ি ফিরল শ্রমিকের বস্তাবন্দি দেহ, তদন্তে পুলিস

ঈদে বাড়ি ফেরা হল না। ফিরল তৌশিব শেখের বস্তাবন্দি দেহ।

মালিকের সঙ্গে টাকাপয়সা নিয়ে বচসা, ঈদে বাড়ি ফিরল শ্রমিকের বস্তাবন্দি দেহ, তদন্তে পুলিস

ওয়েব ডেস্ক: ঈদে বাড়ি ফেরা হল না। ফিরল তৌশিব শেখের বস্তাবন্দি দেহ।

মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশীপুরের বাসিন্দা তৌশিব জরির কাজ করতেন কলকাতার মহেশতলায়। কিছুদিন ধরেই মালিক আনিসুর রহমানের সঙ্গে টাকাপয়সা নিয়ে বচসা চলছিল তাঁর।  ঈদের আগে বকেয়া নিয়ে ফের গণ্ডগোল বাধে মালিক আনিসুর রহমানের সঙ্গে। আর ঈদের দিন  বস্তাবন্দি দেহ পৌছয় তৌশিবের বাড়িতে। দেহ নিয়ে আসে তৌশিবেরই সহকর্মী স্থানীয় দুই যুবক। ঘটনার আকস্মিকতায় হতবাক তৌশিবের পরিবার। কারখানা মালিকের দাবি  বিদ্যুত্‍‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তৌশিবের। পরিবারের অভিযোগ খুনই হয়েছেন তৌশিব। রেজিনগর থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। তৌশিবের সহকর্মী দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস।

Read More