ওয়েব ডেস্ক: ফের রাজ্যে জাল নোটের হদিশ। পুলিসের জালে জাল নোট কারবারিও। জয়নগরের শিবপুর থেকে পনেরো হাজার টাকার জাল নোট সহ একজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের কাছ থেকে পনেরটি হাজার টাকার নোট উদ্ধার হয়েছে। পুলিসসূত্রে খবর, ধৃত মইনুদ্দিন জমাদার বারুইপুর থানার পাঁচগাছিয়া-খাপাড়ার বাসিন্দা। জাল নোটের রমরমা কারবারে ইতিমধ্যেই যথেষ্ট চিন্তায় পুলিস। কোথা থেকে কীভাবে এতগুলো হাজার টাকার ভুয়ো নোট পেলেন মইনুদ্দিন সেই হদিশ পতে তাকে দফায় দফায় জেরা করছে জয়নগর থানার পুলিস।
অন্যদিকে ছাত্র যুব উত্সব চলাকালীন আক্রান্ত হলেন জয়নগরের তৃণমূল অঞ্চল সভাপতি কালিপদ সর্দার। জয়নগর থানার বেলেদুর্গানগর হাইস্কুলে চলছিল ছাত্র যুব উত্সব। হঠাতই অঞ্চল সভাপতিকে ব্যাপক মারধর করেন কয়েকজন। আহত নেতাকে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযোগের তির স্থানীয় সিপিএম ও এসইউসি কর্মী সমর্থকদের দিকে। জয়নগর থানায় এবিষয়ে অভিযোগও দায়ের করেছে তৃণমূল। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সিপিএম ও এসইউসি নেতৃত্ব।