Home> রাজ্য
Advertisement

কলেজে পড়া মেয়েকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে

কলেজে পড়া মেয়েকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। লজ্জাজনক এঘটনা বোলপুরের নেতাজি রোডের। নিরাপত্তা চেয়ে বোলপুরের এসডিও-র  দ্বারস্থ মেয়েটি।

কলেজে পড়া মেয়েকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: কলেজে পড়া মেয়েকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। লজ্জাজনক এঘটনা বোলপুরের নেতাজি রোডের। নিরাপত্তা চেয়ে বোলপুরের এসডিও-র  দ্বারস্থ মেয়েটি।

ছাত্রীর অভিযোগ, কাজ দেওয়ার নাম করে দিনকয়েক আগে তাঁকে অন্ডালের এক বন্ধুর বাড়ি নিয়ে যান বাবা। তারপর সেখানেই বিক্রি করে দেওয়ার চেষ্টা হয়। কোনওরকমে পালিয়ে আসে মেয়েটি। অভিযোগ করেন বোলপুরের এসডিও-র কাছ। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ বাবা। কিন্তু, অভিযোগ দায়েরের পর থেকেই খোঁজ মিলছে না মেয়েটির।

আরও পড়ুন- এক মাসের মধ্যেই পর পর দু'বার অ্যাসিড হামলার ঘটনা নদিয়ায়

প্রসঙ্গত, নারী পাচারের ঘটনা ক্রমে বড়েই চলেছে। রাজ্যেও সাম্প্রতিক কালে নারী নিরাপত্তার বিষয়টি বারংবার সামনে এসেছে ও তা নিয়ে বিস্তর রাজনৈতিক দড়ি টানাটানি চলেও থাকে।

আরও পড়ুন- পুলিসের কাছে গিয়ে আজব পরামর্শ শুনতে হল তরুণীকে!

Read More