Home> রাজ্য
Advertisement

পরিত্যক্ত ব্যাগ ঘিরে গড়িয়ার সোনারপুরে রাতভর বোমাতঙ্ক

পরিত্যক্ত ব্যাগ ঘিরে গড়িয়ার সোনারপুরে রাতভর বোমাতঙ্ক, উত্কণ্ঠা।কী আছে ব্যাগে? বোমা বা কোনও অস্ত্র নেই তো? নাকি আছে অন্য কোনও কিছু? উত্কজণ্ঠা বাড়ছিল মানুষের মধ্যে। শেষপর্যন্ত অবশ্য ব্যাগে মিলল জামাকাপড়। গতকাল সন্ধেয় পঞ্চসায়রের ট্যাক্সি স্ট্যান্ডে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন লোকজন। খবর যায় পুলিস, বম্ব স্কোয়াডে।

পরিত্যক্ত ব্যাগ ঘিরে গড়িয়ার সোনারপুরে রাতভর বোমাতঙ্ক

ওয়েব ডেস্ক: পরিত্যক্ত ব্যাগ ঘিরে গড়িয়ার সোনারপুরে রাতভর বোমাতঙ্ক, উত্কণ্ঠা।কী আছে ব্যাগে? বোমা বা কোনও অস্ত্র নেই তো? নাকি আছে অন্য কোনও কিছু? উত্কজণ্ঠা বাড়ছিল মানুষের মধ্যে। শেষপর্যন্ত অবশ্য ব্যাগে মিলল জামাকাপড়। গতকাল সন্ধেয় পঞ্চসায়রের ট্যাক্সি স্ট্যান্ডে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন লোকজন। খবর যায় পুলিস, বম্ব স্কোয়াডে।

আরও পড়ুন হাসপাতালে শুয়ে থাকা মানুষটার মৃত্যুকামনা হচ্ছে, এ কোন মানুষ আমরা?

রাতভর বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয় জায়গাটি। সকালে বম্ব স্কোয়াড আসার পর ডিটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ভাঙা হয় ব্রিফকেসের তালা। এর জন্য সকালে প্রায় দু ঘণ্টা বন্ধ রাখা হয় গড়িয়া পঞ্চসায়র রোড।

আরও পড়ুন  শুধু বিরাট নয়, রোহিতের থেকে বড় ইনিংস চাইছে দিল্লি!

 

Read More