গোসাবায় বোমা বিস্ফোরণের ঘটনায়, এখনও ফেরার মূল অভিযুক্ত আনার আলি লস্কর। তবে গ্রেফতার হয়েছে ৪ জন। ধৃত কিঙ্কর মণ্ডল, বাকেবিল্লা লস্কর, আবদুল মোল্লা ও তপন হালদারকে আজ
আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের অভিযোগ, তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর এবং তাঁর প্রতিপক্ষ হিসেবে এলাকায় পরিচিত তৃণমূলেরই চিত্ত প্রামাণিক, এই দুই গোষ্ঠীর বিরোধের জেরে এই
ঘটনা।
বিস্ফোরণকাণ্ডে তাঁদের ফাঁসানো হয়েছে। দাবি ধৃতদের। আজ ঘটনাস্থলে পরীক্ষা করে ফরেনসিক টিম। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রনগর গ্রামে গতকাল আনার আলি লস্করের বাড়িতে বোমা ফেটে
মৃত্যু হয় এক কিশোরী সহ তিন জনের। গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুজন।