কোচবিহার : দুদিন হতে চললেও এখনও রেললাইনেই বসে গ্রেটার কোচবিহারের আন্দোলনকারীরা। অবরোধের জেরে এক রেলযাত্রীর মৃত্যু হল। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, কেন্দ্রের প্রতিনিধি না আসা পর্যন্ত তাঁরা উঠছেন না। আজও বাতিল ট্রেন। এমনকি নয়া ট্রেনের উদ্বোধনও আটকে গেল আন্দোলনের জেরে। সোমবার পাঁচটি আদিবাসী সংগঠনের ডাকে অসমের কোকরাঝড়ে রেল অবরোধ কর্মসূচি রয়েছে। কোচবিহার আর কোকরাঝড়ে অবরোধের জেরে উত্তরপূর্ব ভারতের রেল যোগাযোগ সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
পৃথক রাজ্যের দাবিটা দীর্ঘদিনের। তবে শনিবার থেকে দাবিটা নিয়ে আবার তেড়ে ফুঁড়ে উঠেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। দলের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মণের নেতৃত্বে নিউ কোচবিহার স্টেশনে রেল অবরোধ চলছে শনিবার থেকে। রবিবারও রেল রোকো অব্যাহত। বংশীবদন বর্মণের সাফ কথা, আগে কেন্দ্রের প্রতিনিধি আসবেন, কথা হবে, দাবি মানবেন, তারপর উঠে যাবে আন্দোলন।
এদিকে রেল লাইনে অবরোধের জেরে বিপর্যস্ত ট্রেন চলাচল। বাতিল বেশ কয়েকটি ট্রেন। বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়েও দেওয়া হয়েছে। চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। ট্রেন অবরোধের বলি হয়েছেন কিষাণগঞ্জের বাসিন্দা বিনয় ঠাকুর। গুয়াহাটি থেকে স্ত্রীকে নিয়ে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। বারবার দাঁড়িয়ে পড়ে ট্রেন। প্রচণ্ড ভিড়ে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন তিনি। আলিপুরদুয়ার স্টেশনে তাঁকে নামিয়ে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।