Home> রাজ্য
Advertisement

আইসিডিএস না মিড ডে মিল? বিবাদে মার খেলেন প্রধান শিক্ষক

আইসিডিএস না মিড ডে মিল? বিবাদে মার খেলেন প্রধান শিক্ষক

আইসিডিএস না মিড ডে মিল, কোন রান্না আগে হবে তা নিয়ে  বিবাদে মার খেলেন প্রধান শিক্ষক।  বাঁকুড়ার ভাদুল প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষককে  মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে।  ভাদুল প্রাথমিক স্কুলে সকালে আইসিডিএস প্রকল্প। আর দুপুরে স্কুল। তাই স্কুলের একমাত্র রান্না ঘরে রান্না করা নিয়ে এতদিন কোনও বিবাদ হয়নি।  স্কুল এখন সকালে হয়ে গিয়েছে। তাহলে আইসিডিএস না মিড ডে মিল, কোন রান্না আগে হবে?

গ্রামবাসীদের অভিযোগ, প্রধান শিক্ষক জানিয়ে দেন, মিড ডে মিলের রান্নাই আগে করতে হবে। গ্রামবাসীদের দাবি, দেরিতে রান্না হওয়ায় আইডিএসের শিশু এবং প্রসূতি মায়েদের খেতে খেতে দুপুর গড়িয়ে যায়। বৃহস্পতিবার স্কুলে ঢুকতেই প্রধান শিক্ষককে মারধর শুরু হয়। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন গ্রামবাসীরা। উল্টে আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

খবর পেয়ে বৃহস্পতিবার স্কুলে যান স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষককে জানানোর আশ্বাস দিয়েছেন তিনি। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রধান শিক্ষক।

 

Read More