ওয়েব ডেস্ক: আজ উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে কাউন্সিলের নির্দিষ্ট মোট ৬০টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিদ্যালয়গুলির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ।
যে যে ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল-
www.wbresults.nic.in
www.exametc.com
www.knowyourresult.com
www.schools9.com
www.manabadi.com
www.ExamResults.net
www.WestBengalEducation.net
www.results.westbengaleducation.net
www.resultsout.com
www.jagaranjosh.com
এছাড়া ৫৪২৪২, ৫৮৮৮৮, ৫৮৮৮৮৭১১, ৫২০৭০, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ নাম্বারে রোল নাম্বার SMS করেও ফল জানা যাবে। SMS করতে লিখতে হবে WB12 <Roll Number> আর পাঠিয়ে দিতে হবে যে কোনও একটি নম্বরে।