Home> রাজ্য
Advertisement

বিদেশে কাজের টোপ দিয়ে রাজ্যের যুবক দলে আনতে চাইছে আইসিস

পশ্চিম এশিয়ায় কাজে যাওয়া এই রাজ্যের যুবকদের নিয়োগ করতে চাইছে আইসিস। ইসলামিক স্টেট জঙ্গিদের নিশানায় থাকা যুবকদের সেই তালিকা হাতে এসেছে এনআইএর গোয়েন্দাদের। সম্প্রতি আইসিসের নিয়োগকারী সন্দেহে দুবাই থেকে ধৃত আফসা জাবিনের কাছেই তালিকার হদিশ মিলেছে। হায়দরাবাদের বাসিন্দা ওই মহিলাকে গত সপ্তাহেই হেফাজতে পেয়েছে ভারতীয় গোয়েন্দারা।

বিদেশে কাজের টোপ দিয়ে রাজ্যের যুবক দলে আনতে চাইছে আইসিস

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় কাজে যাওয়া এই রাজ্যের যুবকদের নিয়োগ করতে চাইছে আইসিস। ইসলামিক স্টেট জঙ্গিদের নিশানায় থাকা যুবকদের সেই তালিকা হাতে এসেছে এনআইএর গোয়েন্দাদের। সম্প্রতি আইসিসের নিয়োগকারী সন্দেহে দুবাই থেকে ধৃত আফসা জাবিনের কাছেই তালিকার হদিশ মিলেছে। হায়দরাবাদের বাসিন্দা ওই মহিলাকে গত সপ্তাহেই হেফাজতে পেয়েছে ভারতীয় গোয়েন্দারা।

প্রায় কুড়ি হাজার ভারতীয় যুবকের নাম ও ইমেল আইডির খোঁজ মিলেছে আফসা জাবিনের কাছে। যার মধ্যে এরাজ্যের কয়েকশো যুবকের নাম রয়েছে। এদেরকে আইসিসের হয়ে সিরিয়ায় যুদ্ধে পাঠানোর পরিকল্পনা ছিল বলে দাবি গোয়েন্দাদের।

Read More