Home> রাজ্য
Advertisement

ট্রেলার দুর্ঘটনার জেরে অবরুদ্ধ কোনা এক্সপ্রেসওয়ে

কোনা এক্সপ্রেসওয়েতে ফের বিপত্তি। উনসানির কাছে আজ বিকল হয়ে যায় একটি ট্রেলার। তার আগে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি লরিতে ধাক্কা মারে ট্রেলারটি। এর ফলে ভোর থেকেই যানজটের ফাঁসে কার্যত অবরুদ্ধ হয়ে যায় কোনা এক্সপ্রেসওয়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষরা।

ট্রেলার দুর্ঘটনার জেরে অবরুদ্ধ কোনা এক্সপ্রেসওয়ে

ওয়েব ডেস্ক: কোনা এক্সপ্রেসওয়েতে ফের বিপত্তি। উনসানির কাছে আজ বিকল হয়ে যায় একটি ট্রেলার। তার আগে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি লরিতে ধাক্কা মারে ট্রেলারটি। এর ফলে ভোর থেকেই যানজটের ফাঁসে কার্যত অবরুদ্ধ হয়ে যায় কোনা এক্সপ্রেসওয়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষরা।

ছয় নম্বর জাতীয় সড়ক থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পর্যন্ত সার দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। শুধু কোনা এক্সপ্রেসওয়ে নয়, যানজট ছড়িয়েছে পাশের আন্দুল রোডেও। আজ সকালে  বড় ক্রেন এনে কোনওমতে ট্রেলারটিকে একপাশে সরানো হয়। তবে এরপরেও যানজট কমেনি। গত কয়েকদিনে একের পর এক ঘটনা ঘটেছে কোনা এক্সপ্রেসওয়েতে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের।

Read More