বোলপুর: অবশেষে বিচার পেলেন নির্যাতিতা। লাভপুর গণধর্ষণকাণ্ডে তেরো জনকে দোষী সাব্যস্ত করল বোলপুর আদালত। কাল এই মামলায় সাজা ঘোষণা হতে পারে।
এবছরের জানুয়ারি মাসে বীরভূমের লাভপুরে গণধর্ষণের শিকার হন এক তরুণী। ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে গ্রামের সালিশিসভায় ওই তরুণীকে গণধর্ষণের নিদান দেয়। এরপর ওই তরুণীকে বেশ কয়েক দিন ধরে ধর্ষণ করে কয়েকজন গ্রামবাসী। শেষ পর্যন্ত পুলিসে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এই খবর প্রকাশ্যে আসার পর প্রতিবাদে ফেটে পড়ে গোটা রাজ্য। পরে অভিযুক্ত তেরোজনকে গ্রেফতার করে পুলিস। ধৃত তেরোজনকেই আজ দোষী সাব্যস্ত করেছে আদালত।