ওয়েব ডেস্ক: আট মাসের শিশুর গলায় আটকে গিয়েছিল গোটা পুঁটি মাছ। অপারেশন থিয়েটার অবধি নিয়ে যাওয়ার সময় ছিলনা। ওয়ার্ডেই হল অপারেশন। বিপন্ন শিশুকে বাঁচিয়ে দিলেন মালদার সরকারি হাসপাতালের চিকিত্সকেরা।
আরও পড়ুন রং করতে গিয়ে গাড়ির ওপর দু ফোঁটা রং পড়ার অপরাধে ঠিকা শ্রমিকদের বেধড়ক পেটালেন চিকিত্সক!
মালদার কালিয়াচকের বাসিন্দা রফিকুল ইসলাম। বাজার থেকে কিনে আনা মাছ কেটেকুটে রাখা ছিল রান্নাঘরে। হঠাত্ই সেই মাছ মুখে পুরে দেয় রফিকুলের ৮ বছরের মেয়ে নাফিসা। গলায় আটকে যায় মাছ। দমবন্ধ হওয়ার উপক্রম হয় মেয়ের। কোনওক্রমে মেয়েকে নিয়ে হাসপাতালে হাজির নন রফিকুল।
ওটিতে নিয়ে যাওয়ার সময় ছিল না। ওয়ার্ডেই অপারেশন করে নাফিসাকে বাঁচান চিকিত্সকেরা। চিকিত্সকদের তত্পরতায় খুশি পরিবার। ভাগ্যিস ডাক্তারবাবুরা ছিলেন, বলছেন নাফিসার মা।