ওয়েব ডেস্ক: টিটাগড়ে আক্রান্ত দুধ ব্যবসায়ী। গরুর খাবার নিয়ে বাড়ি ফেরার সময় পিছন থেকে হামলা চালায় তিন দুষ্কৃতী। পিঠে তলোয়ারের কোপ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে চিত্কার করতে থাকেন ব্যবসায়ী বাবলু যাদব। দাদাকে বাঁচাতে গিয়ে জখম তাঁর ভাই মনতোষ যাদব। ধারাল অস্ত্র দিয়ে তাঁকেও আঘাত করে দুষ্কৃতীরা। দুজনই হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে পুলিস। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কী কারণে এই হামলা, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, ব্যবসায়ীক শত্রুতার জেরেই হামলা।
আহতদের সাম্প্রতিক শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আক্রান্তদের পরিবারের তরফেও গোটা ঘটনায় সুনির্দিষ্টভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির উপর কড়া নজরদারি রয়েছে পুলিসের।