Home> রাজ্য
Advertisement

একাধিকবার সহবাস, জোর করে গর্ভপাত, তারপর নৃশংস খুন!

তরুণীকে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনা ক্যানিংয়ের তালদি রাজপুর গ্রামে।

একাধিকবার সহবাস, জোর করে গর্ভপাত, তারপর নৃশংস খুন!

ওয়েব ডেস্ক: তরুণীকে ডেকে নিয়ে গিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনা ক্যানিংয়ের তালদি রাজপুর গ্রামে।

অভিযোগ পাশের পাড়ার বাসিন্দা বিশ্বজিত্ সাপুইয়ের সম্পর্ক ছিল ওই তরুণীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করে ওই যুবক।

তরুণী গর্ভবতী হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করানো হয়। এরপর বিয়ের জন্য তাকে চাপ দিতেই সাত লক্ষ টাকা পণের দাবি করে বিশ্বজিত্‍‍। শুধু তাই নয়, তরুণীকে খুনের হুমকিও দেওয়া হয়।

অভিযোগ, গতকাল রাতে তরুণীকে ফোন করে ডাকে ওই যুবক। এরপরই বিশ্বজিত সাপুইয়ের বাড়ি সংলগ্ন মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করা হয়। তরুণীর শিরা কাটা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি ওই তরুণীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Read More