Home> রাজ্য
Advertisement

বিয়ের প্রতিবাদ করায় সালিশি সভায় নাবালিকা ছাত্রীকে মারধরের বিধান

ফের সালিশি সভার দাদাগিরি। নাবালিকার বিয়ের প্রতিবাদ করায় এক ছাত্রীকে মারধরের বিধান। মারের চোটে অচৈতন্য হয়ে পড়ে ক্লাস এইটের ওই ছাত্রী। অভিযোগ, পুলিসে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। আতঙ্কে গ্রামছাড়া ছাত্রীর পরিবার। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছাত্রী। গতকাল মালদার ইংরেজবাজারের বাসিন্দা আকালু সবজি, বামনগোলার পাকুয়া গ্রামের বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করে। তারই প্রতিবাদ করেছিলেন নিবেদিতা হাইস্কুলের ছাত্রীটি। অভিযোগ, এরপরই বিচারসভা বসিয়ে তাঁকে মারার হুকুম দেন গ্রামের মোড়লরা।

বিয়ের প্রতিবাদ করায় সালিশি সভায় নাবালিকা ছাত্রীকে মারধরের বিধান

ওয়েব ডেস্ক: ফের সালিশি সভার দাদাগিরি। নাবালিকার বিয়ের প্রতিবাদ করায় এক ছাত্রীকে মারধরের বিধান। মারের চোটে অচৈতন্য হয়ে পড়ে ক্লাস এইটের ওই ছাত্রী। অভিযোগ, পুলিসে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। আতঙ্কে গ্রামছাড়া ছাত্রীর পরিবার। গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছাত্রী। গতকাল মালদার ইংরেজবাজারের বাসিন্দা আকালু সবজি, বামনগোলার পাকুয়া গ্রামের বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করে। তারই প্রতিবাদ করেছিলেন নিবেদিতা হাইস্কুলের ছাত্রীটি। অভিযোগ, এরপরই বিচারসভা বসিয়ে তাঁকে মারার হুকুম দেন গ্রামের মোড়লরা।

আরও পড়ুন

রসপুঞ্জ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত সিরাজুল মোল্লা ওরফে কালু

Read More