Home> রাজ্য
Advertisement

“মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক”, কান্দিতে বললেন আক্রমণাত্মক রাহুল

পাঁচ বছরে উন্নয়নের কোনও কাজই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কান্দি মাস্টারপ্ল্যান থেকে আর্সেনিক রোধের জন্য UPA সরকারের পাঠানো টাকা, কোনওকিছুই খরচ করতে উঠতে পারেনি তৃণমূল সরকার। কান্দিতে জোটপ্রার্থীর সমর্থনে এসে প্রচারসভায় তোপ দাগলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

“মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক”, কান্দিতে বললেন আক্রমণাত্মক রাহুল

কান্দি : পাঁচ বছরে উন্নয়নের কোনও কাজই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কান্দি মাস্টারপ্ল্যান থেকে আর্সেনিক রোধের জন্য UPA সরকারের পাঠানো টাকা, কোনওকিছুই খরচ করতে উঠতে পারেনি তৃণমূল সরকার। কান্দিতে জোটপ্রার্থীর সমর্থনে এসে প্রচারসভায় তোপ দাগলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

দ্বিতীয় দফায় ভোটপ্রচারে আজ রাজ্যে আসেন মমতা রাহুল। তাঁর তোপ, পরিবর্তনের কথা বলে নিজেই বদলে গেছেন মমতা।  কর্মসংস্থান থেকে শিল্পায়ন কোনও প্রতিশ্রুতিই রাখেননি তৃণমূল নেত্রী। রাহুলের দাবি সেজন্যই, এবার তৃণমূলকে সমর্থন দেয়নি কংগ্রেস।

আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলে তৃণমূল সরকারকে তুলোধোনা করেন রাহুল গান্ধী। একইসঙ্গে, আত্মবিশ্বাসী কংগ্রেস সহ সভাপতির ঘোষণা, ক্ষমতায় আসছে জোট সরকারই।

Read More