Home> রাজ্য
Advertisement

তমলুকে সর্বস্ব লুঠ করে ধর্ষণ, গ্রেফতার ২

সর্বস্ব লুঠ, পরে ধর্ষণ। এখানেই শেষ নয়,  ধড় ও মুন্ড কেটে দুভাগ করে নির্মমভাবে খুন। এই অভিযোগেই পুর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হল দুজনকে। গত ২৭ জুন তমলুকের একটি খাল থেকে বস্তাবন্দি এক গৃহবধূর দেহ  উদ্ধার হয়। পরে জানা যায়, ২০ জুন থেকে ঐ গৃহবধূ নিখোঁজ ছিলেন।

তমলুকে সর্বস্ব লুঠ করে ধর্ষণ, গ্রেফতার ২

ওয়েব ডেস্ক: সর্বস্ব লুঠ, পরে ধর্ষণ। এখানেই শেষ নয়,  ধড় ও মুন্ড কেটে দুভাগ করে নির্মমভাবে খুন। এই অভিযোগেই পুর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হল দুজনকে। গত ২৭ জুন তমলুকের একটি খাল থেকে বস্তাবন্দি এক গৃহবধূর দেহ  উদ্ধার হয়। পরে জানা যায়, ২০ জুন থেকে ঐ গৃহবধূ নিখোঁজ ছিলেন।

তমলুকের চাপবসান গ্রাম থেকে আব্দুল মামুদ ও তার সঙ্গী এক মহিলাকে গ্রেফতারের পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। লুটেরা আব্দুল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। টার্গেট করে সেই সমস্ত মহিলাদের, যাঁদের স্বামীরা কর্মসূত্রে বাইরে থাকেন।  প্রথমে আত্মীয়তা, পরে প্রেমের জালে জড়িয়ে সহবাস। এক্ষেত্রে ওই গৃহবধূ সকলকে জানিয়ে দেওয়ায় কথা বললে তাকে খুন হতে হয়। পুলিসের জালে এখনও পর্যন্ত এই গ্যাং এর দুজন ধরা পড়েছে। তল্লাসি চলছে বাকিদেরও।

Read More