Home> রাজ্য
Advertisement

নগদ ৫০ হাজার টাকা খসালেই মিলবে তৃণমূলের আজীবন সদস্যপদ

চুলোয় যাক দলীয় আদর্শ! পকেট মোটা থাকলেই কেল্লাফতে। তৃণমূল কংগ্রেসে এবার ক্লাব সংস্কৃতি। নগদ ৫০ হাজার টাকা দিলেই মিলবে তৃণমূলের আজীবন সদস্যপদ। ৩০ হাজার টাকা দিলে হওয়া যাবে  সহযোগী সদস্য। সেই সঙ্গে ১ বা ১০০ টাকা দিয়ে প্রাথমিক ও সক্রিয় সদস্য হওয়ার রাস্তাও খোলা থাকছে।

নগদ ৫০ হাজার টাকা খসালেই মিলবে তৃণমূলের আজীবন সদস্যপদ

ব্যুরো: চুলোয় যাক দলীয় আদর্শ! পকেট মোটা থাকলেই কেল্লাফতে। তৃণমূল কংগ্রেসে এবার ক্লাব সংস্কৃতি। নগদ ৫০ হাজার টাকা দিলেই মিলবে তৃণমূলের আজীবন সদস্যপদ। ৩০ হাজার টাকা দিলে হওয়া যাবে  সহযোগী সদস্য। সেই সঙ্গে ১ বা ১০০ টাকা দিয়ে প্রাথমিক ও সক্রিয় সদস্য হওয়ার রাস্তাও খোলা থাকছে।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে  শুরু হয়েছে এই অভিনব সদস্য ,সংগ্রহ কর্মসূচি। সাধারণত কোনও ক্লাবের ক্ষেত্রেই দেখা যায় এমন নিয়ম। কিন্তু তৃণমূলের মতো একটি রাজনৈতিক দল কীভাবে ৫০ হাজার টাকার বিনিময়ে আজীবন সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নিল, তা নিয়ে রাজনৈতিকমহলে জোর আলোচনা শুরু হয়েছে। 

Read More