Home> রাজ্য
Advertisement

হায় রে- সত্যি দেশে ফোর জি আছে, এবার এমনও খবর আছে

সত্যি এ যুগেও এমন খবর হয়। অমানবিক কথাটাও ফিকে হয়ে যায় এই খবরের কাছে। অগ্নিদগ্ধ অবস্থায় বিনা চিকিত্‍সায় এক মহিলাকে বাড়িতে ফেলে রাখার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। একদিন দুদিন নয়, টানা এগারো দিন। পরে গ্রামের লোক মহিলার বাপের বাড়িতে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। তাঁদের অভিযোগ, দুশ্চরিত্র অপবাদ দিয়ে তাঁদের মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছিল।

হায় রে- সত্যি দেশে ফোর জি আছে, এবার এমনও খবর আছে

ওয়েব ডেস্ক: সত্যি এ যুগেও এমন খবর হয়। অমানবিক কথাটাও ফিকে হয়ে যায় এই খবরের কাছে। অগ্নিদগ্ধ অবস্থায় বিনা চিকিত্‍সায় এক মহিলাকে বাড়িতে ফেলে রাখার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। একদিন দুদিন নয়, টানা এগারো দিন। পরে গ্রামের লোক মহিলার বাপের বাড়িতে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। তাঁদের অভিযোগ, দুশ্চরিত্র অপবাদ দিয়ে তাঁদের মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছিল।

আরও পড়ুন-জেলার সব খবর

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার বাদলপুর গ্রামে। গুরুতর আহত ওই মহিলাকে এনে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বংশীহারি থানায় অভিযোগ দায়েরের পর থেকেই বেপাত্তা তাঁর শ্বশুরবাড়ির লোকজন।

Read More