Home> রাজ্য
Advertisement

দিঘায় উঠল রেকর্ড পরিমাণ ইলিশ, খোঁজ নিন কম দামে পেতে পারেন বাজারে

সুখবর, সুখবর, সুখবর। আজ রবিবার রাতটা পকেটে চাপ না দিয়েই একটু জমিয়ে খেতে পারেন, যদি সব ঠিকঠাক চলে। দিঘায় আজ প্রায় দেড়শ টন ইলিশ উঠল। গত দশ বছরে দিঘা মোহনায় এত পরিমান ইলিশ একদিনে ওঠেনি। আজ প্রায় একশরও বেশি ট্রলার মোহনাতে ফেরে। আগামি কয়েকদিনে ফিরবে আরও ট্রলার। সেই সংখ্যটা পাঁচশরও বেশি হবে। অর্থাত্‍ এই সপ্তাহতেই প্রচুর ইলিশ আমদানি হবে মোহনাতে।

দিঘায় উঠল রেকর্ড পরিমাণ ইলিশ, খোঁজ নিন কম দামে পেতে পারেন বাজারে

ওয়েব ডেস্ক: সুখবর, সুখবর, সুখবর। আজ রবিবার রাতটা পকেটে চাপ না দিয়েই একটু জমিয়ে খেতে পারেন, যদি সব ঠিকঠাক চলে। দিঘায় আজ প্রায় দেড়শ টন ইলিশ উঠল। গত দশ বছরে দিঘা মোহনায় এত পরিমান ইলিশ একদিনে ওঠেনি। আজ প্রায় একশরও বেশি ট্রলার মোহনাতে ফেরে। আগামি কয়েকদিনে ফিরবে আরও ট্রলার। সেই সংখ্যটা পাঁচশরও বেশি হবে। অর্থাত্‍ এই সপ্তাহতেই প্রচুর ইলিশ আমদানি হবে মোহনাতে।

আরও পড়ুন-দিঘার সৈকতে দ্বীপের সন্ধান

মত্‍স্যজীবী সংগঠনের সূত্রে খবর আজ দেড়শ টন ইলিশ আমদানি হওয়াতে এমনিতেই ইলিশের দর নেমে যাবে কেজি প্রতি ২০০ থেকে ৪০০ টাকায়। বাকি ট্রলারগুলি ঢুকলে ইলিশের দর রুই- কাতলার সমান হয়ে যেতে পারে। আজ বিকেল থেকে আগামিকাল সকালের মধ্যে রাজ্যের বিভিন্ন বাজারে পৌছে যাবে দিঘার ইলিশ।

Read More