Home> রাজ্য
Advertisement

নালিশে বসল সভা সালিশি, খুন হলেন নেতা

নালিশে বসল সভা সালিশি, খুন হলেন নেতা


ওয়েব ডেস্ক: ফের শিরোনামে সালিশি সভা। এবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে জমিবিবাদের জেরে সভার মধ্যেই পিটিয়ে খুন এসইউসির প্রাক্তন পঞ্চায়েত সদস্য। মৃতের নাম সন্তোষ মণ্ডল। খাল দখলকে কেন্দ্র করে সালিশি সভার ডাক দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গতকাল সন্তোষ মণ্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ওই নেতারা। অভিযোগ সেখানেই পিটিয়ে খুন করা হয় কড়াইমুড়ি গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সন্তোষ মণ্ডলকে।হত্যার প্রতিবাদে চোদ্দ তারিখ বনধ ডেকেছে এসইউসির। ঘটনাস্থলে সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি।

সালিশিসভায় খুনেও শাসকযোগ! দোষীরা তৃণমূলের নেতাকর্মী হওয়াতেই খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিস। অভিযোগ স্থআনীয় এসইউসি নেতৃত্বের।
 

Read More