Home> রাজ্য
Advertisement

প্রতিবাদ করায় এবার মার শিক্ষককে

প্রতিবাদ করায় মার খেলেন শিলিগুড়ির এক শিক্ষক। আহত শিক্ষককে চিকিত্‍সা করাতে হয়  হাসপাতালে । আজ সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাবুপাড়ায়।  পুলিস ঘটনার তদন্ত করছে।

প্রতিবাদ করায় এবার মার শিক্ষককে

ওয়েব ডেস্ক : প্রতিবাদ করায় মার খেলেন শিলিগুড়ির এক শিক্ষক। আহত শিক্ষককে চিকিত্‍সা করাতে হয়  হাসপাতালে । আজ সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাবুপাড়ায়।  পুলিস ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন- রাজ্যের প্রথম পার্সেল বোমা হত্যা মামলায় সাজা ঘোষণা আদালতের

জানা গেছে, আজ সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন শিলিগুড়ি বয়েজ স্কুলের শিক্ষক অরূপ ঘোষ। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা আর একটি বাইক ধাক্কা মারে অরূপবাবুর বাইকে। এনিয়ে দুজনের মধ্যে বচসা বেধে যায়। কিছুক্ষণ পর এলাকা থেকে চলে যায় ওই বাইক চালক। পরে YMCA ক্লাবের কাছে অরূপ ঘোষকে ধরে ফেলে মারধর করে ওই বাইক আরোহী। হেলমেট দিয়েও মারধর করা হয় তাঁকে। আঘাত লাগে অরূপ ঘোষের মাথায় ও মুখে। পরে হাসপাতালে চিকিত্‍সা করা হয়  তাঁর।

Read More