Home> রাজ্য
Advertisement

দুষ্কৃতীর এলোপাতাড়ি গুলিতে জখম মহিলা, পুলিসকে কাঠগড়ায় তুলল তৃণমূল

গভীর রাতে গৃহস্থের বাড়িতে দুষ্কৃতী হামলা। এলোপাতাড়ি গুলি। পেটে গুলি লাগল মহিলার। আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে ভর্তি আক্রান্ত মহিলা। এলাকায় বেআইনি অস্ত্রের রমরমা। পুলিসকেই কাঠগড়ায় তুললেন খোদ তৃণমূল নেতা।

দুষ্কৃতীর এলোপাতাড়ি গুলিতে জখম মহিলা, পুলিসকে কাঠগড়ায় তুলল তৃণমূল

ওয়েব ডেস্ক: গভীর রাতে গৃহস্থের বাড়িতে দুষ্কৃতী হামলা। এলোপাতাড়ি গুলি। পেটে গুলি লাগল মহিলার। আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে ভর্তি আক্রান্ত মহিলা। এলাকায় বেআইনি অস্ত্রের রমরমা। পুলিসকেই কাঠগড়ায় তুললেন খোদ তৃণমূল নেতা।

গভীর রাতে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। দক্ষিণ চব্বিশ পরগনার বেতবেড়িয়ার বাসিন্দা মর্জিনা সর্দার রাতে বাড়িতে শুয়েছিলেন। পাশের দোকানের জানলায় উঠে দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি ঘরের আলমারিতে লাগলেও অন্যটি লাগে মর্জিনার পেটে। গুরুতর জখম অবস্থায় মর্জিনাকে প্রথমে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে পাঠানো হয় তাঁকে। হঠাত কেন দুষ্কৃতীরা মর্জিনাকে লক্ষ্য করে গুলি চালাল তা নিয়ে ধন্দে পুলিস। 

Read More