Home> রাজ্য
Advertisement

স্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল খড়গপুর আইআইটির দুই ছাত্র

পঞ্চমীর দিনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দীঘায়। পুলিস সুত্রে জানা গেছে, ক্ষণিতা ঘাটে স্নানে নেমে তলিয়ে গেলেন খড়গপুর আইআইটির-র চতুর্থ বর্ষের দুই ছাত্র। নিহতদের মধ্যে রোহিত ত্রিপাঠি মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা। অনিরুদ্ধ কুমার রাজুর বাড়ি উত্তরাখণ্ডে। স্থানীয় সুত্র থেকে জানা গেছে, পুজোর ছুটি উপভোগ করতে দীঘায় আসেন খড়গপুর আইআইটির-র চতুর্থ বর্ষের ৮ জন ছাত্র। ছুটিতে এসে দীঘার সমুদ্রে স্নান করতে যান তাঁরা। ক্ষণিতা ঘাটে স্নানে নেমে হঠাৎই তলিয়ে যান অনিরুদ্ধ কুমার রাজু এবং রোহিত ত্রিপাঠি। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। বিস্তারিত খবর কিছু পরে......  

স্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল খড়গপুর আইআইটির দুই ছাত্র

ওয়েব ডেস্ক: পঞ্চমীর দিনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দীঘায়। পুলিস সুত্রে জানা গেছে, ক্ষণিতা ঘাটে স্নানে নেমে তলিয়ে গেলেন খড়গপুর আইআইটির-র চতুর্থ বর্ষের দুই ছাত্র। নিহতদের মধ্যে রোহিত ত্রিপাঠি মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা। অনিরুদ্ধ কুমার রাজুর বাড়ি উত্তরাখণ্ডে। স্থানীয় সুত্র থেকে জানা গেছে, পুজোর ছুটি উপভোগ করতে দীঘায় আসেন খড়গপুর আইআইটির-র চতুর্থ বর্ষের ৮ জন ছাত্র। ছুটিতে এসে দীঘার সমুদ্রে স্নান করতে যান তাঁরা। ক্ষণিতা ঘাটে স্নানে নেমে হঠাৎই তলিয়ে যান অনিরুদ্ধ কুমার রাজু এবং রোহিত ত্রিপাঠি। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। বিস্তারিত খবর কিছু পরে......  

 

Read More