ওয়েব ডেস্ক: বরখাস্ত বিতর্কের জেরে সস্ত্রীক বিশ্ববিদ্যালয় চত্বর ছাড়লেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের বাড়ি ছেড়ে যান তিনি। সঙ্গে নেননি সরকারি গাড়ি এবং নিরাপত্তাকর্মীদেরও। মধ্যরাতে সুশান্ত দত্তগুপ্তকে লক্ষ্য করে কেউ বা কারা গালিগালাজ করেন বলেই জানিয়েছেন বাংলোয় মোতায়েন নিরাপত্তাকর্মীরা। এরপরেই বাংলো ছেড়ে সপরিবারের উধাও হয়ে যান উপাচার্য। আর্থিক দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগে গতপরশুই উপাচার্যকে বরখাস্তের সুপারিশ করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সুপারিশে সইয়ের জন্য ফাইল পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছেও। যদিও উপাচার্যের বরখাস্তের বিষয়ে এখনও মন্ত্রকের তরফে কোনও ঘোষণাই করা হয়নি। তবে সুশান্ত দত্তগুপ্তের অপসারণ এখন সময়ের অপেক্ষামাত্র। এই জটিলতার মধ্যেই উপাচার্যের বিশ্বভারতী ছাড়াই আরও বাড়ল জল্পনা।
এদিকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বরখাস্ত ইস্যুতে এবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ফাইল ফেরাল রাষ্ট্রপতিভবন। শেষপর্যায়ের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে দেওয়া হয়েছে ফাইল। গত মঙ্গলবার উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং নিয়োগ সংক্রান্ত নানা বেনিয়মের অভিযোগ তুলে বরখাস্তের সুপারিশ করেছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তবে বরখাস্তের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা আছে কিনা তাই খতিয়ে দেখতেই এবার ফাইল আইন মন্ত্রককের দফতরে পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন।