ওয়েব দেস্ক: জলপাইগুড়ির ডুয়ার্সে ক্রমশ সক্রিয় হচ্ছে তক্ষক পাচার চক্র। নাগরাকাটার জলঢাকা ব্রিজে তক্ষক পাচার হচ্ছে খবর পেয়ে গতরাতে টিম নিয়ে অভিযান চালান বৈকুণ্ঠপুর বন দফতরের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। প্রায় এক কোটি টাকায় ভুটানে নয়টি তক্ষক পাচার করা হচ্ছিল বলে বন দফতর সূত্রে খবর। দেখতে পেয়ে পিছু ধাওয়া করলে বন দফতরের কর্মীদের ঘিরে ফেলে চোদ্দ জন পাচারকারী। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু পক্ষ। আহত হন এক বনকর্মী। বাকিরা পালালেও চার পাচারকারীকে ধরে ফেলেন বনকর্মীরা। এই প্রথম একসঙ্গে এতগুলি তক্ষক উদ্ধার হল জলপাইগুড়িতে।