ওয়েব ডেস্ক: বিরল প্রজাতির উড়ুক্কু তক্ষক পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল তিন পাচারকারী। জলপাইগুড়ির গজলডোবার ঘটনা। ভোররাতে গোপনসূত্রে খবর পেয়ে তিন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে বনদফতরের কর্মী ও আধিকারিকেরা। তক্ষকটি পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রির কথা হয়েছিল বলে ধৃতদের জেরায় জানতে পেরেছে বনদফতর। ধৃতদের মধ্যে একজন স্কুল শিক্ষকও রয়েছেন।
হিমাচল প্রদেশ থেকে আসছিল এই বিরল প্রজাতির তক্ষক। অসমে পাচারের পরিকল্পনায় ছিল পাচারকারী দল। শিলিগুড়িতে এই চক্রের বড় চাঁইরা রয়েছে বলে পুলিসের সন্দেহ। আন্তর্জাতিক বাজারে কোটি টাকারও বেশি দরে বিক্রি হয় এই বিরল প্রজাতির তক্ষক।